ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১১ নভেম্বর ২০২৪

নাব্যতা সংকটের কারণে ৬১ ঘণ্ট বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে বলে জানিয়েছেন বিআডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ।

তিনি জানান, দুপুরে যানবাহন বোঝাই চারটি ফেরি আরিচা থেকে কাজিরহাটের দিকে ছেড়ে যায়। এতে দীর্ঘ ৬১ ঘণ্টা পর এ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। নৌরুটে কোনো সমস্যা না হলে ফেরি চলাচল অব্যাহত থাকবে।

৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ড্রেজিং বিভাগ নৌপথের ক্লিয়ারেন্স দিলে দীর্ঘ ৬১ ঘণ্টা বন্ধ রাখার পর সোমবার দুপুর ১২টা থেকে ফেরি সার্ভিস চালু হয়েছে। এসময় ধানসিঁড়ি, চিত্রা, শাহ আলী ও খানজাহান আলী পণ্যবাহী ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়। এসব ফেরি ডুবোচরে যদি আটকে না যায় তাহলে স্বাভাবিক চলাচল অব্যাহত থাকবে। নাব্যতা সংকটের কারণে এসব ফেরি শুক্রবার রাত ১১টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ছিল। এর আগেও এ রুটে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

আরএইচ/এমএস