দেশে সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: এহসানুল হুদা
দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের নিকলীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এহসানুল হুদা বলেন, আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত সব সংগঠনের জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে সংস্কার কার্যক্রম প্রয়োজন এটা প্রথম বিএনপি উপলব্ধি করেছে এবং ৩১ দফা সংস্কার কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার সাধন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সৈয়দ এহসানুল হুদা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির জীবনে একটি মহান ও মর্যাদাময় বিজয়ের দিন। এই দিনে আধিপত্যবাদী শক্তির পরাজয় ঘটে। ক্যান্টনমেন্টের নিজ বাসায় গৃহবন্দী সেনা প্রধান জিয়াউর রহমানকে সিপাহী জনতা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ঘটিয়ে মুক্ত করে আনেন। ৭ নভেম্বরের অবিনাশী চেতনায় উজ্জীবিত বাংলাদেশ আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চির জাগ্রত থাকবে।
কারপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিকলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসিমুল হক, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, বাজিতপুর উপজেলার যুগ্ম যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, বাজিতপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভিরুল হক খান সোহেল, কারপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন, ইকবাল হোসেন, কারপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম, সোলাইমান মেম্বার, লাল মিয়া প্রমুখ।
এসকে রাসেল/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত