মিয়ানমার থেকে মাদক এনে কক্সবাজার নেওয়ার সময় আটক ২
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন- টেকনাফ সাবরাং আলীর ডেইলের ওমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩৬) ও বড়ইতলীর মৃত ফেরদৌসের ছেলে মো. আব্দুর রহমান (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ২ বিজিবি শীলখালী চেকপোস্টের টহলদল কক্সবাজারগামী একটি মোটরসাইকেলসহ সৈয়দ আমিন নামে এক মাদক কারবারিকে আটক করে।
সৈয়দ আমিনের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের চেইন কভারের পাশে সকজবারের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে সন্ধ্যা ৭টার দিকে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আইস আনার সময় টেকনাফ বড়ইতলি থেকে আব্দুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেন বিজিবির সদস্যরা।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত