ঈশ্বরদীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৩
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন পাবনার বনগ্রামের পদ্ম বিলা এলাকার সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮), বনগ্রামের খানের ছেলে আশিক হোসেন (২০) একই এলাকার ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানা যায়, পাবনার বনগ্রাম থেকে পাকশীতে ঘুরতে যাওয়ার পথে ঈশ্বরদীর আজমপুর গ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
শেখ মহসীন/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন