ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১০ হাজার টাকার জন্য শিক্ষার্থীকে অপহরণ

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয়কে (১৫) অপহরণের পর সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এ অভিযোগে আরাফাত হোসেন আদনান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের জানায়, অপহরণের শিকার মাহবুব সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। এসময় পথে তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান আরাফাত ও তার এক সঙ্গী। এরপর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যান মাহবুবকে।

এসময় আরাফাত, মো. সানি, আপন, মাসুমসহ আরও দুই থেকে তিন যুবক মাহবুবকে মারধর করে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে মাহবুব তার বাবাকে ফোন করে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠাতে বলেন। টাকা পাঠালে অপহরণকারীরা মাহবুবকে ছেড়ে দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সার মো. আতিক জাগো নিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতকে আটক ও হৃদয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গ্রেফতারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেডএইচ/জিকেএস