শ্বশুরকে কুপিয়ে আহত করায় গণপিটুনিতে জামাই নিহত
দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের মারধরে শ্বশুর বিজয় শীল (৭৫) আহত হন। এ ঘটনায় পরে গণপিটুনিতে নিহত হয়েছেন জামাই।
নিহতের নাম সর্ধেন শীল (৪৫)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউধা গ্রামের গুরুদেব শীলের ছেলে।
আহত বিজয় শীল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৫ নভেম্বর) বীরগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে ২৫ দিন আগে সর্ধেন শীল তার স্ত্রীকে নির্যাতন করেন। এতে তার স্ত্রী বীরগঞ্জে বাবার বাড়ি চলে যান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সর্ধেন শীল তার শ্বশুর বাড়ি এসে দরজায় ডাক দেন। এসময় মেয়েকে কেন মারধর করেছেন জানতে চাইলে জামাই-শ্বশুরের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে সর্ধেন শীল তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় শ্বশুরের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সর্ধেন শীলকে আটক করে গণধোলাই দেন। আহত অবস্থায় সর্ধেন শীলকে বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
এমদাদুল হক মিলন/জেডএইচ/এমএস