ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিশুকে বাঁচাতে গিয়ে দুই কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়।

বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জের হিড বাংলাদেশ অফিস সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন।

আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

জানা যায়, সকালে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ কলেজের উদ্দেশ্যে বের হয়। এসময় সিএনজি গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় আসলে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওমর ফারুক নাঈম/এএইচ/জিকেএস