ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রুট পরিবর্তন হচ্ছে না, ফরিদপুর হয়ে চলবে বেনাপোল-সুন্দরবন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের রুট এ মুহূর্তে পরিবর্তন করা হচ্ছে না। ট্রেন দুটি বেনাপোল ও খুলনা থেকে ছেড়ে রাজবাড়ী, ফরিদপুর ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় চলাচল করবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রুট পরিবর্তন না করার দাবিতে রাজবাড়ী ও ফরিদপুর রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সমন্বয়ক আরবার ইতু বলেন, বিগত সরকারের সময় এ রুটে ট্রেন চলাচল শুরু করার পর সেটি লাভজনক অবস্থায় যায়। প্রতিদিন আপডাউন ট্রেনের সিট ফাঁকা থাকে না। তাহলে কেন এ রুটের ট্রেন পরিবর্তন করতে হবে। ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের কথা চিন্তা করে আমরা সরকারের কাছে দাবি জানাই কোনোভাবে এ রুটের ট্রেন দুটিকে বাতিল করা চলবে না। প্রয়োজনে অন্য রুটে নতুন ট্রেন সংযোজন সংযোজন করা হোক।

ফরিদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার বলেন, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট এ মুহূর্তে পরিবর্তনের কোনো সিদ্ধান্তের নির্দেশনা আমাদের কাছে আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখন পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, আন অফিসিয়ালি আমরা জানতে পেরেছি এ রুটের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় রুটিন অনুযায়ী বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস চলাচল করবে।

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজবাড়ী এক্সপ্রেস-১০৫ ট্রেন, রাজবাড়ী রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেন। একই দাবিতে রোববার মধুমতী এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে এলাকাবাসী।

এর আগে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ফরিদপুর-রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু হয়। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় ফরিদপুরসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস