পটুয়াখালীতে ১৭ কচ্ছপসহ যুবক আটক
পটুয়াখালীর গলাচিপায় ১৭টি কচ্ছপসহ সুকলাল বিশ্বাস (৩৯) নামের একজনকে আটক করেছে বনবিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাচারকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বন্যাতলী খেয়াঘাট এলাকায় কচ্ছপ পরিবহনকালে ওই ব্যক্তিকে আটক করা হয়। সুকলাল বিশ্বাস গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের শৈলেন বিশ্বাসের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা বনবিভাগ ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা ১৭টি কচ্ছপসহ পরিবহনকারীকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুকলাল বিশ্বাসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
এছাড়াও গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, বন বিভাগের বিএম মো. নাইম হোসেন খাঁন, অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস