ভালো কাজে আমরা সবসময় পাশে আছি: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স। সোমবার (৪ নভেম্বর) উপজেলার উপজেলার পুটিয়াজানি আফরোজা প্লেসে প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটান তিনি।
এসময় তিনি বলেন, ভালো কাজে আমরা সবসময় পাশে আছি। ভাল কাজ প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) ও নিকেতন ফাউন্ডেশনের জন্য শুভকামনা জানান তিনি।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন, ডিআরআরএর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন, জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, ঘিওরের সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিআরআরএ ও নেদারল্যান্ডসের নিকেতন ফাউন্ডেশনের অংশীদারিত্বে গত ২৫ বছর ধরে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের পাশাপাশি ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়ায় শিশু ও যুবকদের সেবা প্রদান অব্যাহত রয়েছে।
আরএইচ/জিকেএস