গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পৌর শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেন, আজ রাতে রাসেল মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ শহরের দিকে দ্রুত যাচ্ছিল। বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ এইচ শামীম/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন