ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাব্যতা সংকট

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০২:১৭ পিএম, ০২ নভেম্বর ২০২৪

নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই পারে আটকা রয়েছে প্রায় তিন শতাধিক মালবাহী ট্রাক।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে পারাপার হতে আসা যানবাহন শ্রমিকরা।

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটের মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদূরে এ নাব্য সংকটের সৃষ্টি হয়েছে। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সরু হয়ে যাওয়ায় ফেরি চলাচলে একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট না কাটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এএইচ/এমএস