বালুমহাল দেখতে গিয়ে যুবদল নেতার রহস্যজনক মৃত্যু
মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহাল দেখতে যাওয়ার পর শান্ত আহমেদ (৩৫) নামে এক যুবদল নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) রাত দশটার দিকে আধারা ইউনিয়নের জাজিরা এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
সহযোগীদের দাবি, রাতে নদীতে তাদের বহনকারী স্পিডবোটের সঙ্গে ট্রলারের সংঘর্ষে আহত হয়ে মৃত্যু হয়েছে তার।
তবে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত যুবদল নেতার পরিবার। শান্ত আহমেদ চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা এলাকার বোরহান সরকারের ছেলে ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
নিহত শান্তর সঙ্গে থাকা ব্যক্তিদের ভাষ্য, রাতে ঢাকা থেকে আসা স্পিডবোটে মুন্সিগঞ্জের চরমশুরা যাচ্ছিলেন তারা। এ সময় নদীতে বালুমহাল দেখতে যান। মাঝ নদীতে স্পিডবোটটির সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ (৩৫) গুরুতর আহত হন। আহত হন আরও ৪ জন। পরে শান্তকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মামুন জানান, এটি হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্ত চাই।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ২ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৩ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৪ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা
- ৫ যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত