ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের ধাক্কায় ছাত্রী নিহত

দোষীদের গ্রেফতার দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০১ নভেম্বর ২০২৪

বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে তৃতীয় দফায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে অবরোধ শুরু করেন তারা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় নিহত হন পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম। এ ঘটনায় ওইদিন রাতে পাঁচ ঘণ্টা এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১০ ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় জড়িতদের বিচারের দাবিসহ কয়েক দফা দাবি জানান তারা।

দোষীদের গ্রেফতার দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের দাবি, মাইশা মিমকে হত্যা করা হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়। দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপদ সড়ক বাস্তবায়নসহ ঘাতক বাসের মালিককে হাজির করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, আজ ঘাতক বাসের মালিকপক্ষ, স্থানীয় বাস মালিক সমিতির নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বসার কথা ছিল। কিন্তু বাস মালিক নেতারা ক্যাম্পাসে না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় সড়কটি অবরোধ করেন।

উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ে কথা বলেছি। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। বাস মালিককে দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসে হাজির করা হবে।

শাওন খান/এসআর/এমএস