ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেলদুয়ারে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ : আহত ১৫

প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৯ মে ২০১৬

টাঙ্গাইলের দেলদুয়ারে এক পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা ইউএনও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (তদন্ত) অন্তত ১৫ জন আহত হয়।

Tangail-pic

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন কবির জানান, সকাল ১০টার দিকে সদ্য সমাপ্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদের সমর্থকরা পুনরায় ভোট গ্রহণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল করতে থাকে। এক পর্যায়ে নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করে। পুলিশ বাঁধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। বিক্ষুদ্ধ লোকজন ইউএনও অফিসের নিচ তলায় ব্যাপক ভাঙচুর চালায়। সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Tangail-pic

উল্লেখ্য, শনিবার দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়। এ নির্বাচনে সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এরপর থেকেই তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আসছেন।

আরিফ উর রহমান টগর/এসএস/এমএস

আরও পড়ুন