মাগুরা
বিএনপি নেতার কাছে যুবদল সভাপতির ১০ লাখ টাকা চাঁদা দাবি
মাগুরায় যুবদলের সভাপতির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন জেলা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য ঠিকাদার ফরিদ খান।
এ বিষয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
মাগুরা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এলজিইডির আম্ফান প্রজেক্টের আওতায় মাগুরা-বুনাগাতি সড়ক মেরামত করার জন্য সাত কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কার্যাদেশ পেয়েছেন। কিন্তু যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান এ কাজের বিপরীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেন।
এ বিষয়ে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিভিন্ন সময় ফরিদ হাসান খান নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছেন। এটার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা এ অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, অতীতে তিনি আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে সুবিধা নিয়েছেন। এখন বিএনপির হয়ে অপকর্ম করছেন। মিথ্যা অভিযোগের কারণে অচিরেই মানহানির মামলা করবো।
এসআর/জেআইএম