ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত

পৌনে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চাদর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিজিবি-৬০ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক করা মালামালের দাম এক কোটি ৮৫ লাখ টাকা।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার খিরনাল সীমান্ত এলাকার ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এসময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রি-পিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জিকেএস