ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে অভিযান-জরিমানা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে বাজার তদারকি অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুড়ী ও সদরের বাশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এসময় মোট পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও না টানানোর অপরাধে শুকুর মুন্সীকে এক হাজার টাকা, স্বাধীন মোল্যাকে ৫০০ টাকা, মাহবুব শিকদারকে ২০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী গরুর মাংস বিক্রেতা গোলাম মীরকে তিন হাজার টাকা ও মনিরুল ইসলামকে লুকিং গ্লাস এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান চলবে।

হাফিজুল নিলু/জেডএইচ/এমএস