ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনার ৫ পয়েন্টে ওএমএসে মিলছে কৃষি পণ্য

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

খুলনায় পাঁচ পয়েন্টে কৃষি পণ্যের ওএমএস কর্মসূচি চালু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহা-পরিচালক মো. মাসুদ করিম।

প্রতিদিন নগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, খালিপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে এবং দৌলতপুর শহীদ মিনার চত্বরে চলবে এ কার্যক্রম।

ক্রেতারা প্রতি কেজি আলু ৩০ টাকা করে তিন কেজি, ৭০ টাকা দরে এক কেজি পেঁয়াজ, এক ডজন ডিম ১১০ টাকা, এক কেজি কাঁচা পেঁপে ১৫ টাকা, এক কেজি পটল ৩০ টাকা দরে কিনতে পারবেন। যা বাজার মূল্যের চেয়ে কম। প্রতিদিন এক হাজার ১০০ জন এসব পণ্য কেনার সুযোগ পাবেন।

খুলনার ৫ পয়েন্টে ওএমএসে মিলছে কৃষি পণ্য

শরিফা বেগম এক ক্রেতা বলেন, এ উদ্যোগ আমাদের মত অসহায়দের জন্য খুব উপকার করবে। বাজার যতদিন না স্বাভাবিক হয় ততদিন এটা চালু রাখলে গরীবদের উপকার হবে।

এসময় খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। এদিকে কম দামে খাদ্য পণ্য কিনতে পেরে খুশী ক্রেতারা।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম