ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে’

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন সদরে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাইসুল ইসলাম বলেন, আমরা যার যার জায়গা থেকে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। এ প্রচেষ্টাকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের সচেষ্ট থেকে কাজ করতে হবে। সেনাবাহিনীর উদ্যোগগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।

‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে’

দুপুরের দিকে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসির হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে ছিল সাজ সাজ রব। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

বর্ণিল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবীর, লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, রামগড় জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ।

১৯৭৫ সালের ২৪ অক্টোবর রংপুর সেনানিবাসে তৎকালীন ৭ম জেআরবি ব্যাটালিয়নকে নতুন আঙ্গিকে ১৫ রেজিমেন্ট আর্টিলারি হিসেবে গঠন করা হয়। লে. কর্নেল সরদার মো. আলী হাসান ১৫ রেজিমেন্ট আর্টিলারির প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৪৯ বছরে এ ইউনিট ৬টি ফরমেশনে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে।

মুজিবুর রহমান ভুইয়া/জেডএইচ/জিকেএস