ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ

আ’লীগ নেতার জামিন ইস্যুতে আদালত প্রাঙ্গণে হট্টগোল

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামির জামিনের প্রতিবাদে ছাত্রদের কর্মসূচিতে দুই আইনজীবীর হুমকি ও বাধা দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে আদালতের আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্ররা আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে প্রতিবাদ জানালে তোপের মুখে স্থান ত্যাগ করেন ওই দুই আইনজীবী। এ ঘটনায় ইসতিয়াক সম্রাট নামের এক আইনজীবীর বিরুদ্ধে সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান সোহেলের জামিনকে ঘিরে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ছাত্ররা। এসময় উত্তোজিত ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সমিতির অভিমুখে গেলে তাদের ইসতিয়াক সম্রাট ও তার স্ত্রী বকাবকি করলে বাগবিতণ্ডা হয়।

আ’লীগ নেতার জামিন ইস্যুতে আদালত প্রাঙ্গণে হট্টগোল

একপর্যায়ে আন্দোলনকারীদের তোপের মুখে আইনজীবী সমিতি কার্যালয়ে স্ত্রীসহ অবস্থান নেন ইশতিয়াক সম্রাট। পরে উত্তেজিতরা সেখানে ঢুকে পড়েন।অপর আইনজীবী ও উপস্থিত ছাত্ররা তাদের বাইরে নিয়ে আসেন। পরে ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ফারদিন হাসান আবির বলেন, ‘দুই আইনজীবী আমাদের ডেকে বকাবকি করেন। আমাদের কয়েকজনকে চড়-থাপ্পড় মারেন। আমরা এর বিচার চাই।’

তবে আইনজীবী ইসতিয়াক আহমেদ সম্রাটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আইনজীবী মাহবুব-উল-আলম স্বপন জানান, আইনজীবী সমিতি বরাবর শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ বিষয়ে কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে আইনজীবী সমিতিতে ছাত্ররা একটি অভিযোগ করেছে বলে শুনেছি।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস