ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইছামতি থেকে বালু উত্তোলন, কারাগারে ভানু মণ্ডল

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:২২ পিএম, ২২ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তির নাম ভানু মণ্ডল। তিনি স্থানীয় মতিন মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের সলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি।

তিনি জানান, বালু উত্তোলনের খবরে আব্দুল্লাপুরে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভানু মণ্ডলকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেটি অনাদায়ে আসামিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ড্রেজার সংযোগকারী পাইপ অপসারণ ও নষ্ট করা হয়। এছাড়া জব্দ করা হয় ড্রেজার মেশিন।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/এএসএম