ইটভাটা না ভাঙায় ৫ ঘণ্টা অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটভাটা না ভেঙে ফিরে যাওয়ায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তারা উদ্ধার হন।
স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, দুপুরে অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উত্তেজিত জনতা আরও কয়েকটি ইটভাটা বন্ধের দাবি জানান। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র থাকায় ফিরে যাওয়ার চেষ্টা করেন ম্যাজিস্ট্রেটসহ আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। সেসময় তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
সোহান মাহমুদ/এফএ/জিকেএস