সাড়ে ৪ বছর পর কুড়িগ্রাম-পার্বতীপুরে ফের রমনা মেইল চালু
সাড়ে চার বছর পর ফের চালু হয়েছে রমনা মেইল। সোমবার (২১ অক্টোবর) দুপুরে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কুড়িগ্রামে পৌঁছায়।
কুড়িগ্রাম স্টেশন মাস্টার মো. বাবলু মিয়া জানান, ২০২০ সালের ১ মার্চ কুড়িগ্রাম থেকে রমনা মেইল স্টেশন থেকে ছেড়ে গেলে আর ফিরে আসেনি। ইঞ্জিন স্বল্পতা, কম জনবল ও করোনাকালীন সময়ে মানুষের মাঝে করোনা ছড়িয়ে পড়লে ট্রেন বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে ছেড়ে আসায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রী মো. আব্দুল বাতেন বলেন, রমনা মেইল চালু হওয়ায় আমাদের উপকার হলো। ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের জন্য আমাদের আর কষ্ট করতে হবে।
স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন, রমনা ট্রেনটি ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। ট্রেনটি বন্ধ থাকায় যাতায়াত নিয়ে ভোগান্তিতে ছিলাম। আজ ট্রেনটি চালু হওয়ায় আমাদের খুব উপকার হলো।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা মেইলটি কুড়িগ্রাম-পার্বতীপুর রুটে চলাচল শুরু হয়েছে। এখনো রাস্তা সংস্কার চলছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম