রাজশাহীতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ভোলাবাড়ি স্কুল সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, গোদাগাড়ী উপজেলার স্থানীয়রা কয়েকজনের সন্দেহজনক আচরণ দেখে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা ওই অটোচালককে মারপিট করে মাটিতে পুঁতে রেখে যাওয়ার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত জানাতে কিছু সময় লাগবে। পরে বিস্তারিত জানানো হবে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস