ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ইউনিয়ন যুবদল নেতা কামরুল ইসলাম (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত কামরুল দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকার চানমিয়া সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে এবং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন।

দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ১৪ অক্টোবর সন্ধ্যায় মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী চয়েস বাসের ধাক্কায় গুরুতর আহত হন কামরুল ইসলাম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ২টায় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এদিকে শনিবার বাদ আছর কামরুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা শওকত আকবর সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম