ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে ৪ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০২৪

মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, বেশি দামে ডিম বিক্রি ও মেয়াদহীন খাদ্যদ্রব্য থাকায় চরমুগরিয়া বাজার এলাকায় চারটি মুদি দোকানিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আতাউর স্টোরকে তিন হাজার টাকা, তুষার স্টোরকে দুই হাজার টাকা, ফিরোজ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে ৪ দোকানির জরিমানা

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসও সঙ্গে ছিলেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম