ফেনী
শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলায় গিয়াস উদ্দিন (৪৫) নামের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের পেট্রোবাংলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, ছাত্র আন্দোলনের সময় বড় মসজিদ সংলগ্ন একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র আন্দোলনে হামলার ঘটনার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস