ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭ মার্চ কোনো ঐতিহাসিক মাইলফলক নয়: টুকু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ মার্চ কোনো ঐতিহাসিক মাইলফলক নয়। ওই ভাষণে স্বাধীনতার ঘোষণার বদলে ‘জয় বাংলা, জয় পাকিস্তান’ বলা হয়েছিল। তাই বলি ইতিহাস নিয়ে বেশি খোঁচাখুঁচি করবেন না। বেশি খোঁচালে আসল রহস্য বেড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, ইতিহাস কোনো রাবার দিয়ে মুছে ফেলার বিষয় না। ইতিহাস জীবন্ত। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ দুই বছর বিদেশ থাকার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নিজ জন্মস্থান সিরাজগঞ্জে ফিরে শহরের বাজার স্টেশনে জেলা বিএনপির উদ্যোগে এক সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেয়নি। আমাকেও দুই বছর দেশে থাকতে দেওয়া হয়নি। অনেকে বলেছে, আমি পালিয়ে গেছি। আসলে তা সত্য নয়। আমি স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, আমি আওয়ামী লীগের কোনো জেলে জেল খাটবো না। আওয়ামী লীগ জানতো আমি কোথায় আছি, কী করছি। সরকার জানতো আমি কোথায় কোথায় মিটিং করেছি।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাঈদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা রক্ষা করতে হবে। মনে রাখবেন, আমাদের সংগ্রাম কেবল শুরু হয়েছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো। মোটরসাইকেল নিয়ে মহড়া দেবেন না। মানুষের ভালো সাথী হবো।’

আওয়ামী লীগের সমালোচনা করে টুকু বলেন, ‘ফেসবুকে কান্নাকাটি করে লাভ হবে না। আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। আমরা কখনো পালাবো না। বিএনপি পালানোর দল নয়।’

একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকেই এখন আমাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চায়। তাদের মিষ্টি কথায় ভুলবেন না।

এম এ মালেক/এসআর/জিকেএস