ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে এতিমখানায় গেলো ৬০ কেজি ইলিশ

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার মিঠাছাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার প্রশান্ত চক্রবর্তী।

মিরসরাইয়ে এতিমখানায় গেলো ৬০ কেজি ইলিশ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার সময় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ বিক্রয়ের অভিযোগে দুই বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারা অনুযায়ী দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় বাজারের বিভিন্ন পণ্যের বিক্রেতাদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা ও নির্ধারিত দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম