ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের মগডালে ভারসাম্যহীন যুবক, নামালো ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৬ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের ভালুকায় প্রায় ৪০ ফুট উঁচু একটি রেইন্ট্রি গাছের মগডালে উঠে পড়েছিলেন বরকত উল্লাহ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় তাকে গাছ থেকে নামিয়ে ফেলেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে। যুবক বরকত উল্লাহ ওই এলাকার ছৈয়ব আলী শেখের ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, রাতে হঠাৎ খবর আসে উপজেলা উথুরা ইউনিয়নের হাতীবেড় এলাকায় একটি রেইন্ট্রি গাছের মগডালে মানসিক ভারসাম্যহীন যুবক উঠে বসে আছে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে নামতে পারেনি। পরে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আতিকুর রহমানের নেতৃত্বে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধারের পর তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আতিকুর রহমান।

মঞ্জুরুল ইসলাম/এমআরএম