ভোলায় ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার রাতে লালমোহনের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে রাতেই আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
তিনি আরও জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস