ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৩০ জনের নামে চাঁদাবাজির মামলা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমানসহ ৩০ জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও দিলারা বেগম দম্পত্তির বড় মেয়ে রাশিদা সুলতানা বাদি হয়ে তাড়াশ থানা আমলি আদালতে মামলাটি করেন। আদালত মামলা আমলে নিয়ে তদন্তের জন্য তাড়াশ থাকাকে নির্দেশ দিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী খোয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, এ মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী রাশিদা সুলতানা উল্লেখ করেন, সরকার পতনের পর ৭ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের নির্দেশে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা শাহীন আলম, সোহেল রানা ও ছোরহাব হোসেনসহ অন্য আসামিরা ১০ পুকুর বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত দিনভর ১০টি পুকুরে জাল ফেলে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে জোরপূর্বক দখলে নেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী জাগো নিউজকে বলেন, চাঁদাবাজির মামলা হয়েছে কিনা জানা নেই। তবে যদি হয়ে থাকে সেটা ষড়যন্ত্র।

এম এ মালেক/এএইচ/জিকেএস