ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, দোকানির কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৪

বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে মো. মানিক বেপারী (৪০) নামের এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন। মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। এ সময় ইলিশ শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। তবুও এক বিক্রেতা নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি খবর পেয়ে বাজারে গিয়ে ওই বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

ইউএনও আরও বলেন, মাছসহ বিক্রেতাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাওন খান/আরএইচ/এএসএম