ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আমীর খসরু মাহমুদ চৌধুরী

আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১২ অক্টোবর ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। আর কোনো পথ নাই। যত কম সময়ের মধ্যে সম্ভব নির্বাচন করে গণতান্ত্রিক ধারা প্রচলিত করতে হবে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। জীবন-যাত্রার মান অনেক নেমে গেছে। দেশটাকে গড়তে হলে সবার সহযোগিতা দরকার। আমরা সবাই মিলে দেশকে আবারও এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যার জন্য মানুষ স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার জাতীয় ঐকমত্যে পরিণত হয়েছে। এ ব্যাপারে কারও দ্বিমত নাই।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/আরএইচ/জেআইএম