বরিশালে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে চলতি বছরে ২৬ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে মৌসুমের সর্বোচ্চ ১০৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ৩৩০ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমণি এলাকার অজুফা (৪৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কহিনুর বেগম (৪০) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নতুন আক্রান্ত রোগীর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বরিশালের বিভিন্ন হাসপাতালে ১৯ জন, পটুয়াখালীতে পাঁচজন, ভোলায় ১৪ জন, পিরোজপুরে ১৯ জন, বরগুনায় সাতজন ও ঝালকাঠিতে একজন ভর্তি হয়েছেন।
এছাড়া গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে তিন হাজার ৬৭২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩১৬ জন।
এসময়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন মারা যান। এছাড়া বরগুনায় দুজন, পটুয়াখালীতে দুজন, ভোলায় ও পিরোজপুরে একজন করে মৃত্যু হয়েছে।
শাওন খান/আরএইচ/জেআইএম