চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুমারী গ্রাম থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এসময় একটি বিদেশি পিস্তল, একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জয়নুল আবেদীন জানান, জব্দকৃত মালামাল আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/এএসএম