ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন মুসল্লি

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মসজিদে নামাজরত অবস্থায় আছর উদ্দিন (৫০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ফজরের নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

আছর উদ্দিন উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদের সন্তান।

আছর উদ্দিনের চাচাতো ভাই নুরুন্নবী সরকার জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশে কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে যান আছর উদ্দিন। মসজিতে সুন্নত নামাজ পরা অবস্থায় মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, আছর উদ্দিনের ছয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

স্থানীয়রা জানান, আছর উদ্দিন অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি।

গোলেরহাট ফাজিল (বিএ) মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হানিফ উদ্দিন বলেন, আমার মনে হয় তার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

ফজলুল করিম ফারাজী/এসআর/এএসএম