ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ‘অতিরিক্ত মদপানে’ অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।

নিহতের মেয়ে জামাই পিন্টু বলেন, ‘বয়স ৫০ পার হয়েছে। পূজা উপলক্ষে অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করেন তিনি। বুধবার (৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হলে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

হুসাইন মালিক/এসআর/এএসএম