ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবার উর্মির বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

লালমনিরহাটের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহ হিয়াতুল হাবীব মৃদুল।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি করা হয়।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। পরে তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী তাহ হিয়াতুল হাবীব মৃদুল বলেন, তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার করে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

লালমনির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান/এসআর/জিকেএস