কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে হামলা, নিহত ১
কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের বাহুবলে দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে যে কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। দেয়ালও দেওয়া হয়েছে। তারপর সোনাহরের লোকজন গরু-ছাগল চরাচ্ছিলেন। বুধবার সকালে গরু-ছাগল চরাতে তাজুল ইসলাম নিষেধ করেন। তখন সোনাহরের লোকজন তার ওপর হামলা করে। এসময় ঘটনাস্থলেই মারা যান তাজুল।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এমএস