বগুড়ায় হামলা-ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা গৌরদাস রায়কে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতার দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৪১জনের নাম উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপির ওই মামলায় কোনো সাধারণ নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না। তবে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ/এমএস