ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে পূজামণ্ডপে ১৬ স্তরের নিরাপত্তায় বিজিবি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে ১৬ স্তরের নিরাপত্তায় থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে পূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, ২ অক্টোবর থেকে বিজিবির টহল দলকে দুটি টাক্সফোর্সে বিভক্ত করে পূজামণ্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম চলানো হচ্ছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামণ্ডপ রয়েছে। বিজিবি ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির দুই শতাধিক সদস্য এ কাজে নিয়োজিত থাকবেন।

লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী পেশাজীবীসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম