হবিগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা
দুটি হত্যা মামলায় হবিগঞ্জে মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ এলাকার ফারদীন-মারদিন হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, ২ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোস্তাক আহমেদ নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় ১১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি শঙ্খ শুভ্র রায়। এছাড়া আন্দোলনে ৪ আগস্ট রিপন শীল হত্যার ঘটনায় করা মামলারও আসামি তিনি।
ওই দুটি হত্যা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার শঙ্খ শুভ্র রায় শহরের কালীবাড়ি রোড এলাকার প্রয়াত আশীষ কুমার রায়ের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। তিনি বলেন, শঙ্খ শুভ্র রায়কে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম