ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০২ অক্টোবর ২০২৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ঠাকুরগাঁও সীমান্তে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ অক্টোবর) ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন, জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫), বিরল উপজেলার বাশীডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওবাইদুর রহমান (৫৫) ও একই উপজেলার ইন্দ্রোইল গ্রামের সামসুদ্দিনের ছেলে ওবায়দুল রহমান (৩৫)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে পীরগঞ্জ চান্দের হাট সীমান্তের ৩৩৩/৩ এস পিলারের কাছ থেকে ওই চার বাংলাদেশি ব্যক্তিকে আটক করে বিজিবি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, দুপুরে আটক চার বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম