শিক্ষার্থীদের ওপর হামলা
মৌলভীবাজারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে ভোগতেরা গ্রামে শেখরুলের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আহত করে।
এ ঘটনায় ২৬ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তারেক মিয়া বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন। এ মামলায় যুবলীগের শেখরুল ইসলামও আসামি ছিলেন।
এসআই সিরাজুল ইসলাম বলেন, শেখরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
ওমর ফারুক নাঈম/এএইচ/জেআইএম