কিশোরগঞ্জ
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতের মতবিনিময়
দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কটিয়াদী উপজেলা শাখার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, পরিচালনা করেন সেক্রেটারি মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ।
সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের থেকে আলোচনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি বেনী মাদব সাহা, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু দিলীপ কুমার, কিশোরগঞ্জ জেলা শাখার হিন্দু যুব মহাজোটের সভাপতি বিদ্যুৎ কুমার আশ্চর্য, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ডা. স্বপন কুমার ঘোষ, শীতল কুমার সাহা, স্বপন কুমার সাহা, ডা. প্রদীপ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের কটিয়াদী পৌর সভাপতি মদন মোহন খোকন, সাবেক কাউন্সিলর রণবীর সিংহ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিৎ সাহা প্রমুখ।
এসকে রাসেল/জেডএইচ/এমএস