ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন। বাংলাদেশের পাউল এন্টারপ্রাইজ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব মেশিন ভারতে রপ্তানি করছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বাংলাদেশি একটি ট্রাকে ধান মাড়াই মেশিন ভারতে প্রবেশ করে।
ভারতের আশা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এগুলো আমদানি করছে। দেশটির ত্রিপুরা রাজ্যে এসব ধান মাড়াই মেশিন রপ্তানি করা হচ্ছে।
রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রুমি বলেন, ভারতে চাহিদা থাকায় বেশকিছু দিন থেকে ধান মাড়াই মেশিন আমাদের প্রতিষ্ঠান রপ্তানি করছে। আজও দুটি মেশিন রপ্তানি করা হয়েছে। প্রতিটি মেশিন রপ্তানি হচ্ছে ৩০০-৪০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩৫-৪৭ হাজার টাকা)।
মাহাবুর রহমান/এসআর/এমএস