হিলি স্থলবন্দর
বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম
আসন্ন দুর্গাপূজায় টানা ছয়দিন বন্ধ থাকবে আমদানি রফতানি কার্যক্রম। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে। এতে স্থানীয় বাজারে কমতে শুরু করেছে দাম।
হিলি বন্দর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রোববার (২২ সেপ্টেম্বর) ১৭০ মেট্রিক টন, সোমবার (২৩ সেপ্টেম্বর) ৪১২ মেট্রিক টন এবং মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ৩৮২ মেট্রিক টন, বুধবার (২৫ সেপ্টেম্বর) ৩৪৬ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৩৩০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। চলতি সপ্তাহের শনিবার (২৮ সেপ্টেম্বর) ৫৭২, রোববার (২৯ সেপ্টেম্বর) ৭৪২ মেট্রিক চন এবং সোমবার (৩০ সেপ্টেম্বর) ৪৫৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে আমদানিকৃত পেঁয়াজ মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৫-১০ টাকা কমিয়ে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, কম দামে পেঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। বন্দর দিয়ে প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই দামও কমেছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা দুই দিন আগে কেজিতে ৫-১০ টাকা বেশি ছিল।
হিলি স্থলবন্দর আমদানিকারক নুর আলম বাবু জানান, ভারতের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ফলে আমাদের দেশেও পেঁয়াজের দাম কমেছে। আমদানি বাড়লে দুর্গাপূজার আগে পেঁয়াজের দাম আরও কমবে।
মো.মাহাবুর রহমান/এএইচ/এমএস