ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহত ১০

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:২৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় খুলনা থেকে বরিশালে গামী রুপম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ড্রাইভার ও এক দম্পত্তিসহ ১০জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০জন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কম্প্রেক্স, ঝালকাঠি ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে মাত্র পাঁচজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, পটুয়াখালী জেলার লেবুখালী গ্রামের মো. শাওন (৩৫), তার স্ত্রী ঝর্ণা (২২), আল মামুন (৪৫), আবুল কালাম (৩৫), মুকুল (২৭)।

আহতরা হলেন, শ্বতস্বতী (২৪), মুক্তা (৫০), মোবারক (৩০), মাইনুল (২৮), ফাতেমা (২৪), শাহ আলম (৫২), জুলফিকার (২৮), হানিফ (২৪), শিরিন (৩২), মেরিন (৩০), রুহুল আমীন (৪২), লাভলী (২২), আব্দুল হক (২৮), ইমরান (২৭), আব্দুর রহমান (২৪), আল মামুন (২৬), রেজাউল (৪২), সাইদুল (২৪), নওশের (৪৫) ও ইলিয়াছ (৩৮)।

রাজাপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। একজনের মরদেহ এখনও বাসের মধ্যে রয়েছে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশসহ স্থানীয় মানুষজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও রাজাপুর থানা পুলিশের ওসি (অপারেশন) জানান, বিকেল পৌনে চারটার দিকে খুলনা থেকে রূপম পরিবহনের একটি বাস বরিশালগামী রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় আসলে বাসটির সামনের চাকা ফেটে যায়। বাসটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বাসবাড়ি খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়। এতে বাসটি দুমরে মুচরে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও তাদের উদ্ধার কর্মীরা, পুলিশ, র‌্যাব ও স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টায় বাসটি উদ্ধারের জন্য ক্রেন এসে উপস্থিত হয়েছে। উদ্ধারকাজে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় মানুষ অংশ নেয়।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন।